ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প

২০২৪ ডিসেম্বর ১২ ২১:৩৬:৪০
টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প

ডুয়া নিউজ: টাইম ম্যাগাজিন ২০২৪ সালের 'পারসন অফ দ্য ইয়ার' হিসেবে নির্বাচিত করেছে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এটি ট্রাম্পের জন্য দ্বিতীয়বার এই সম্মাননা। তার প্রথম মনোনয়নটি হয়েছিল ২০১৬ সালে।

এ বছর তাকে এই খেতাব দেয়া হয়েছে তার ঐতিহাসিক প্রত্যাবর্তন, রাজনৈতিক পুনর্গঠনে নেতৃত্ব এবং আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল হওয়ার জন্য। টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস বলেন, ২০২৪ সালে ট্রাম্প গণমাধ্যমে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন, তিনি ‘ভালো বা খারাপ’ যাই হোক না কেন।

ডোনাল্ড ট্রাম্প ৭৮ বছর বয়সে দ্বিতীয়বার এই খেতাব পেয়েছেন। ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে তিনি দুইবার হত্যাচেষ্টার শিকার হন এবং তার নির্বাচনী প্রচারণা ছিল ব্যাপক আলোচিত।

২০২৪ সালের নির্বাচনে, তিনি কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

উল্লেখযোগ্যভাবে, তিনি নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের উদ্বোধনী ঘণ্টা বাজিয়ে এই সম্মান উদযাপন করবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে