ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে ইসিতে বিএনপি

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১৬:৪২:১৫
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে ইসিতে বিএনপি

ডুয়া নিউজ : আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

আজ রবিবার (০৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পৌঁছায়।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এবং সেলিমা রহমান।

এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর বিএনপির সঙ্গে তাদের সঙ্গে এটিই প্রথম বৈঠক। গত ২১ নভেম্বর নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েছিলেন নাসির উদ্দিন।

বিএনপি এ বছরের মাঝামাঝি সময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে। এছাড়া দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবিতে জনমত গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে দলটির জাতীয় স্থায়ী কমিটি সারাদেশের ৬৪ জেলায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে।

এরই অংশ হিসেবে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বলে জানা গেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে