ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঢাবি শিক্ষার্থী দেবাজ্যোতির সপ্তাহব্যাপী একক চিত্র প্রদর্শনী শুরু

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১৬:২৮:৫৫
ঢাবি শিক্ষার্থী দেবাজ্যোতির সপ্তাহব্যাপী একক চিত্র প্রদর্শনী শুরু

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের এমএফএ ১ম পর্বের শিক্ষার্থী দেবাজ্যোতি বর্ষণের 'Journey Through Reality' শীর্ষক সপ্তাহব্যাপী প্রথম একক চিত্র প্রদর্শনী আজ রবিবার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার এবং অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক আফজাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, দেবাজ্যোতি বর্ষণের পিতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এই প্রদর্শনীর সাফল্য কামনা করে বলেন, শিল্পচর্চার মৌলিক বিষয়গুলোকে শিল্পী সুন্দর ও নান্দনিকভাবে বিভিন্ন চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরেছেন। শিল্পচর্চায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এই প্রদর্শনী কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের শিল্পকর্মকে প্রাধান্য দিয়ে এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে । এই প্রদর্শনীতে জলরঙ, পেন্সিল, তেলরঙ, চারকল ও অ্যাক্রেলিকসহ বিভিন্ন মাধ্যমে আঁকা ৪৩ টি শিল্পকর্ম স্থান পেয়েছে । আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে