ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অনুমোদনের অপেক্ষায় ডুয়া যুক্তরাজ্য শাখা কার্যকরী কমিটি

২০২৪ ডিসেম্বর ০২ ১১:৩৫:২১
অনুমোদনের অপেক্ষায় ডুয়া যুক্তরাজ্য শাখা কার্যকরী কমিটি

ঢাকা ইউনিভার্সিট অ্যালামনাই অ্যাসোসিয়েন, যুক্তরাজ্য শাখা ২০২৪-২৬ মেয়াদে কার্যকরী কমিটি সম্প্রতি গঠন করেছে। ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল-কে প্রেসিডেন্ট এবং মোহাম্মদ খালেদ মিল্লাত-কে জেনারেল সেক্রেটারি করে ৪০ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র অনুমোদনের জন্য ২০২৪-২৬ মেয়াদের যুক্তরাজ্য কার্যকরী কমিটির পূর্ণ তালিকা বর্তমানে জমা দেওয়া হয়েছে।

যুক্তরাজ্য কমিটির প্রেসিডেন্ট ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ডুয়া কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানীর সাথে সাক্ষাৎ করে নতুন কার্যকরী কমিটির তালিকা হস্তান্তর করেন।

এ বিষয়ে ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল জানান, ডুয়া যুক্তরাজ্য শাখা চ্যারিটি সংগঠন হিসাবে যুক্তরাজ্য সরকারের রেজিস্টার্ডভুক্ত সংগঠন। একটি ডুয়া যুক্তরাজ্য কমিটির জন্য বড় একটি অর্জন। কারণ চ্যারিটি সংগঠন হিসাবে যুক্তরাজ্য সরকারের রেজিস্ট্রেশন পাওয়া খুবই কষ্টসাধ্য বিষয়।

তিনি জানান, এর আগে ২০১৭-১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য কেন্দ্রীয় অ্যালামনাইর কাছে যুক্তরাজ্য শাখা ৫ লাখ টাকা প্রদান করেছিল। এখনো যদি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বর্তমান নতুন কোন কর্মসূচি গ্রহণ করে, তাহলে ডুয়া যুক্তরাজ্য শাখা সাধ্যমতো সহযোগিতা করবে।

ডুয়া যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি হলো: প্রেসিডেন্ট ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, ভাইস প্রেসিডেন্ট অধীর রঞ্জন দাস, নসুরুল্লাহ খান, ডা. সিরাজুল হক চৌধুরী ও আবদুল হাকিম ভুঁইয়া, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ খালেদ মিল্লাত, একটিং জেনারেল সেক্রেটারি বুলবুল হাসান, জয়েন্ট সেক্রেটারি তপন সাহা, মিনারা সুলতানা, আশরাফ জামান ও ইফতেখার শামীম, ট্রেজারার অজিত সাহা, জয়েন্ট ট্রেজারার এবিএম আসাবুল হোসেন ও মোহাম্মদ গিয়াস উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি সৈয়দা সায়মা আহমেদ, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি আলাউদ্দিন সোহাইল ও চৌধুরী জিয়াউর রহমান টগর, অফিস সেক্রেটারি শ্যামল রায়, জয়েন্ট অফিস সেক্রেটারি শ্যামল মিডাক ও কমলেশ হালদার, স্যোসাল ওয়েলফেয়ার সেক্রেটারি কামরুজ্জামান ফেরদৌস, জয়েন্ট স্যোসাল ওয়েলফেয়ার সেক্রেটারি নার্গিস সাহিদা ও মনিজা রওশন আরা বেগল ডলি,কালচারাল সেক্রেটারি শামীমা বেগম রিতা, জয়েন্ট কালচারাল সেক্রেটারি ওমর ফারুক রুমি, আরজুমান্দ মুন্নী ও অন্তরা দে, মিডিয়া সেক্রেটারি সুমন রায়, জয়েন্ট মিডিয়া সেক্রেটারি রাশেদ আহমেদ তারেক ও বনানী সরকার।

কার্যকরি কমিটিতে মেম্বার রয়েছেন ১০ জন। তাঁরা হলেন-ড. রহমান জিলানী, মোহাম্মদ এনামুল হক, আনোয়ার কবির খান, ড. এম এ আউয়াল, আনোয়ার হোসেন খোকন, মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, সিনথিয়া দাস, ইশরাত জাহান পল্লবী ও মনোজ তালুকদার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে