ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

জরুরি প্রয়োজন ছাড়া গাছ কাটা যাবে না: পরিবেশ উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১৬:১৩:১৯
জরুরি প্রয়োজন ছাড়া গাছ কাটা যাবে না: পরিবেশ উপদেষ্টা

ডুয়া নিউজ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, "গাছ কাটা যাবে না। শুধুমাত্র জরুরি প্রয়োজনে গাছ কাটা হতে পারে। আকাশমণি ও ইউক্যালিপটাসের পরিবর্তে দেশীয় গাছই লাগাতে হবে।"

আজ রবিবার (০৯ ফেব্রুয়ারি) রংপুর সার্কিট হাউজে বন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সামাজিক বনায়নের গাছের সুরক্ষা করতে হবে। যারা সামাজিক বনায়নের সুবিধাভোগী, তারা গাছ বিক্রির লাভের পরিবর্তে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে সমপরিমাণ অর্থ পাবেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ সুরক্ষায় সরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। বন ধ্বংস, দূষণ ও পানি সংকট মোকাবিলা এককভাবে সম্ভব নয়। খরা, বন্যা, নদীভাঙন ইত্যাদি সমস্যা মোকাবিলায় জলাধার সংরক্ষণ, বন পুনঃস্থাপন এবং দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে।

তিনি পাথর ভাঙা বন্ধ এবং অবৈধ ইটভাটা বন্ধের জন্য পরিবেশ অধিদপ্তরকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। একইসাথে, নদীভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডকে জরুরি ভিত্তিতে কাজ শুরু করার নির্দেশও দেন। বাধের পাশে দেশীয় গাছ বেশি করে লাগানোর এবং স্থানীয় জনগণকে এতে সম্পৃক্ত করার পরামর্শও দেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে