ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করল পাকিস্তান

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১৩:৫৯:৫০
সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করল পাকিস্তান

ডুয়া ডেস্ক : পাকিস্তানে সরকারি চাকরিতে বিদ্যমান বৈষম্যমূলক কোটাব্যবস্থা বাতিল করা হয়েছে। এই ব্যবস্থার আওতায় সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যরা স্বয়ংক্রিয়ভাবে চাকরি পেতেন, যা এখন বন্ধ করা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ২০২৪ সালের ১৮ অক্টোবর এই কোটাব্যবস্থাকে অসাংবিধানিক ও বৈষম্যমূলক বলে রায় দিয়েছিল। সেই রায়ের পরিপ্রেক্ষিতে সরকার এ ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নেয়।

এই কোটার মাধ্যমে মৃত সরকারি চাকরিজীবীদের স্ত্রী বা স্বামী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের সন্তানরা প্রতিযোগিতা ছাড়াই সরাসরি সরকারি চাকরি পাওয়ার সুযোগ পেতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রায়ের দিন থেকেই এই কোটাব্যবস্থা বাতিল কার্যকর হবে।

তবে, নিহত সরকারি চাকরিজীবীদের পরিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পেতে থাকবে। পাশাপাশি, সন্ত্রাসী হামলায় নিহত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিবারের জন্য কোটা বহাল রাখা হয়েছে।

এদিকে, সুপ্রিম কোর্টের রায়ের আগেই যারা এই কোটার সুবিধায় চাকরি পেয়েছেন তাদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে