ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বিচারপতি আব্দুর রউফের মৃত্যুতে বিচারকাজ অর্ধদিবস বন্ধ

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১৩:৪৫:৫১
বিচারপতি আব্দুর রউফের মৃত্যুতে বিচারকাজ অর্ধদিবস বন্ধ

ডুয়া ডেস্ক : সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ অহমদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ দুপুর ২টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম এবং আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া বেলা ১১টার পর আপিল বিভাগের বিচারকাজ বন্ধ ছিল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রোববার সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর মগবাজারের ইনসাফ আল-বারাকা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। তিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন এবং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে