ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

নতুন নাম নিয়ে বিএসএমএমইউ’তে উঠল নতুন ব্যানার

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১১:০১:৪৫
নতুন নাম নিয়ে বিএসএমএমইউ’তে উঠল নতুন ব্যানার

ডুয়া ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন করে নতুনভাবে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ শীর্ষক ব্যানার টাঙানো হয়েছে। শনিবার (৮ ফেব্রয়ারি) সকাল থেকে ক্যাম্পাসে বিভিন্ন ব্লকের সামনে প্লাস্টিকের ওপর ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ লেখা নতুন ব্যানার দেখা ‍যায়।

বিএসএমএমইউ সূত্র জানিয়েছে, আজ আমরা বিএসএমএমইউতে এসে দেখি বঙ্গবন্ধু নামের আগে কালি দিয়ে ঢেকে দিয়েছে। আর কয়েকটা ব্লকের সামনে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ ব্যানার টানানো। আমরা শুনেছি ছাত্র-জনতা এ ব্যানার টানিয়েছে।’

তবে এখন পর্যন্ত নাম পরিবর্তনের বিষয়ে বিএসএমএমইউ প্রশাসন কিংবা ছাত্র-জনতার পক্ষে কোনো বিবৃতি পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার বলেন, ‘অনেকগুলো নাম আমাদের প্রস্তাবনায় রয়েছে। ছাত্রদের দেওয়া নামের সঙ্গে আমাদের দ্বিমত নেই। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে দ্রুত নতুন প্রজ্ঞাপন আসবে।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে