ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যে কারণে বরখাস্ত হলেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১০:৩৩:২১
যে কারণে বরখাস্ত হলেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

ডুয়া ডেস্ক : যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েনকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ঘোষণা দেন।

শনিবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, হোয়াটসঅ্যাপে আপত্তিকর ম্যাসেজ পাঠানোর অভিযোগে অ্যান্ড্রু গুয়েনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাকে লেবার পার্টি থেকেও বরখাস্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েন আপত্তিকর এবং অপমানজনক হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়েছেন বলে একটি সংবাদপত্র সংবাদ প্রকাশ করার পর মন্ত্রীর পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

সংবাদমাধ্যম মেইল অন সানডে এ বিষয়ে রিপোর্ট করার পর গর্টন এবং ডেন্টনের এই সাংসদকে লেবার পার্টি থেকেও বরখাস্ত করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে পাঠানো আপত্তিকর এবং অপমানজনক এসব বার্তায় অ্যান্ড্রু গুয়েন ভোটার, সহকর্মী এমপি এবং কাউন্সিলরদের অপমান করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে দেশটির একজন সরকারি মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার “সরকারি পদে যারা আছেন তাদের উচ্চ মান বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ” এবং “যে কোনও মন্ত্রী এই মান পূরণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না”।

এক্সে দেওয়া এক পোস্টে অ্যান্ড্রু গুয়েন বলেছেন, “অত্যন্ত বাজেভাবে ভুল বিচার করা” মন্তব্যের যে কোনও অপরাধের জন্য তিনি দুঃখিত।

তিনি বলেছেন, তিনি প্রধানমন্ত্রী এবং লোবার পার্টির সিদ্ধান্ত বুঝতে পেরেছেন এবং “যদিও বরখাস্ত করা খুবই দুঃখজনক, তারপরও আমি যে কোনও উপায়ে তাদের সমর্থন করব”।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে