ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ০৯:২৩:২৪
যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি

ডুয়া ডেস্ক : ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতে কিছুটা হলেও প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয় শূন্য দশমিক ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭ দশমিক ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একইসঙ্গে রপ্তানির পরিমাণেও ৪ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

সাম্প্রতিক তথ্যে বৈশ্বিক পোশাক বাজারে প্রধান সরবরাহকারী দেশগুলোর পারফরম্যান্স তুলে ধরা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির মোট প্রবৃদ্ধি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও, মূল্যে ১ দশমিক ৮২ শতাংশ এবং পরিমাণে ৫ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে গড় ইউনিট মূল্য ৩ দশমিক ৮৩ শতাংশ কমে গেছে, যা প্রতিযোগিতামূলক বাজার ও মূল্য নির্ধারণে নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত দেয়।

তবে সামগ্রিক বাজার প্রবণতার মতো বাংলাদেশেও ইউনিট দর ৩ দশমিক ৯৪ শতাংশ হ্রাস পেয়েছে, যা মুনাফায় সরাসরি প্রভাব ফেলছে।

অন্যান্য প্রধান পোশাক রফতানিকারক দেশের তুলনায় বাংলাদেশের পারফরম্যান্স ছিল মাঝারি। ভিয়েতনামের মূল্য ৫ দশমিক ৬৭ শতাংশ বৃদ্ধি এবং পরিমাণে ৯ দশমিক ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, ভারতের মূল্যে ৪ দশমিক ৯৫ শতাংশ এবং পরিমাণে ১৩ দশমিক ০৯ শতাংশ বৃদ্ধি হয়েছে। কম্বোডিয়ার ক্ষেত্রে মূল্য ১৪ দশমিক ৪৮ শতাংশ এবং পরিমাণ ১৮ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। যা বাজারে প্রতিযোগিতামূলক প্রবণতা তুলে ধরে।

চ্যালেঞ্জের মুখে পড়েছে মেক্সিকো ও কোরিয়া। মেক্সিকোর পণ্য আমদানি মূল্যে ৬ দশমিক ৭৮ শতাংশ এবং পরিমাণে ১৫ দশমিক ১৮ শতাংশ হ্রাস পেয়েছে এবং কোরিয়ার ক্ষেত্রে মূল্য ১২ দশমিক ৯৪ শতাংশ এবং পরিমাণ ৫ দশমিক ৫৬ শতাংশ হ্রাস পেয়েছে।

বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল জানিয়েছেন, প্রধান সরবরাহকারী দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধির গতি তুলনামূলকভাবে ধীর। এই পরিস্থিতি মোকাবিলায় প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

তিনি উল্লেখ করেন, সম্ভাব্য চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে এখন কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে