ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ঢাবির মুহসীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ২৩:৩৪:১০
ঢাবির মুহসীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাক্তন ছাত্রদের সংগঠন হাজী মুহম্মদ মুহসীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মুহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদ সোহরাবকে আহবায়ক এবং শেখ মো. নাসিমকে সদস্য সচিব করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে মুহসীন হলের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন: ড. শামসুদ্দিন ইলিয়াস, গাজী কামরুল ইসলাম সজল, শাহীন সিদ্দিক লিটন, সুলতান মো. নাসির উদ্দিন, আবদুল আওয়াল খোকন, রশিদুল আলম আলম তালুকদার, মো. হাবিবুর রহমান, মো. নূরুল ইসলাম, হুমায়ুন কবীর খান, ড. শরীফুল ইসলাম দুলু, মো. মিজানুর রহমান খান, ড. মো. শওকত হোসেন, এস এম জাহাঙ্গীর কবীর, মো. আসফ কবীর চৌধুরী (শত), আইনুল হক বাবুল, ইলিয়াস খান, আফজাল রহমান (রিয়েল), তৌহিদুল ইসলাম টিটু, দেলোয়ার হোসেন, জাহিদ রহমান, শহিদ আলমগীর, গোলাম হাফিজ নাহীন, নাহিদ হোসেন, মঞ্জুর রশীদ বিদ্যুৎ, মকবুল হোসেন পাইক, মো. ফারুক (শাসন), এম এম আবদুল্লাহ আল মামুন তুহিন, মো. বাবুল হোসেন হাওলাদার এবং জালাল মো. স্বপন।

আহ্বায়ক সাইদ সোহরাব বলেছেন, "হাজী মুহম্মদ মুহসীন হল লেখাপড়া এবং লড়াই সংগ্রামের একটি অনন্য প্রতীক।" নতুন কমিটি প্রাক্তন ছাত্রদের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি, সহযোগিতা এবং নৈকট্য বৃদ্ধিতে একত্রে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সদস্য সচিব শেখ মো. নাসিম মন্তব্য করেছেন, "মুহসীন হলের হাজার হাজার প্রাক্তন শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তারা জাতি ও মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মুহসীন হলের স্মৃতিগুলি তাদের কাছে অমূল্য সম্পদ। এই শিক্ষার্থীদের একত্রিত করে একটি সুতায় বেঁধে রাখতে অ্যালামনাই সংগঠন কাজ করবে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে