ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ছুটিতে পাঠানো ১২ বিচারপতির তথ্য জানালো সুপ্রিম কোর্ট

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ২২:৩৪:০৯
ছুটিতে পাঠানো ১২ বিচারপতির তথ্য জানালো সুপ্রিম কোর্ট

ডুয়া নিউজ: ফ্যাসিস্ট সরকারের সহযোগী হওয়ার অভিযোগে গত বছরের অক্টোবরে ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় সুপ্রিমকোর্ট।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত শনিবার (০৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট জানায়, ১২ বিচারপতির মধ্যে একজন পদত্যাগ করেছেন, দুইজন বিচারপতি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাননি এবং দুইজন বিচারপতি অবসর নিয়েছেন।

এছাড়া, চারজন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে পূর্ণাঙ্গ অনুসন্ধান চলমান রয়েছে এবং অপর তিনজন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান চলছে।

১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর প্রক্রিয়া১৫ অক্টোবর রাতে ‘দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর’ বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করতে ফেসবুকে ঘোষণা করেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। পরদিন ১৬ অক্টোবর শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাইকোর্ট চত্বরে এসে বিষয়টি নিয়ে বিক্ষোভ প্রকাশ করেন।

আদালত প্রাঙ্গণে অবরোধ ও স্লোগানের মধ্যেই বিচারপতিরা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন। ওইদিন বিকেলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা বলেন, বিচারপতিদের পদত্যাগের দাবি রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হবে। কারণ তাদের নিয়োগকর্তা হচ্ছেন রাষ্ট্রপতি। ১২ বিচারপতিকে তখন বিচারকাজ থেকে বিরত রাখা হয়।

সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠনবিচারকদের অপসারণের প্রক্রিয়া চালু করতে ৭ নভেম্বর সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠনের ঘোষণা দেয় সুপ্রিমকোর্ট। এই কাউন্সিল অভিযোগের যাচাই-বাছাই করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।

বর্তমান পরিস্থিতি২০২৪ সালের অক্টোবর মাসে ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানোর পর ২০২৫ সালের ৩০ জানুয়ারি একজন বিচারপতি পদত্যাগ করেন। এছাড়া, দুইজন বিচারপতি স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাননি এবং দুইজন বিচারপতি অবসর নিয়েছেন। চারজন বিচারপতির বিরুদ্ধে পূর্ণাঙ্গ অনুসন্ধান চলছে এবং তিনজনের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান অব্যাহত রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে