ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মৃত্যুর ২০৪ দিন পর জুলাই আন্দোলন শহীদের মরদেহ উত্তোলন

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ২২:২৩:২১
মৃত্যুর ২০৪ দিন পর জুলাই আন্দোলন শহীদের মরদেহ উত্তোলন

ডুয়া নিউজ : জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরার বনশ্রীতে গুলিবিদ্ধ হয়ে নিহত লন্ড্রি ব্যবসায়ী মো. মোসলেহ উদ্দিনের (৩৫) মরদেহ উত্তোলন করা হয়েছে। মৃত্যুর ২০৪ দিন পর কবর থেকে তার লাশ উত্তোলন করেছে পুলিশ।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) পূর্ব রামপুরার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করে বিকেলে দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

নিহত মোসলেহ উদ্দিনের স্ত্রী নাসরিন আক্তার জানান, তার স্বামী মো. মোসলেহ উদ্দিনের লন্ড্রির দোকান ছিল। গত ১৯ জুলাই দুপুরে বাসায় ফেরার পথে বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। তখন তারা মরদেহ বিনা ময়নাতদন্তে দাফন করেছিলেন। তবে পরবর্তীতে রামপুরা থানায় মামলা হওয়ায় আজ (শনিবার) দুপুরে আদালতের নির্দেশে পুলিশ পূর্ব রামপুরার কবরস্থান থেকে তার স্বামীর মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

নাসরিন আক্তার বলেন, তার ১০ বছরের একটি ছেলে রয়েছে। আর ২২ দিন আগে একটি কন্যা সন্তান হয়েছে।

মোসলেহ উদ্দিন ভোলার লালমোহন উপজেলার গজারিয়া পাঙ্গাসিয়া গ্রামের আব্দুল হানিফের ছেলে। তিনি পরিবার নিয়ে রামপুরার জাকের রোড এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পূর্ব জোনের পরিদর্শক মো. আমির হোসেন জানান, গত বছরের ১৯ জুলাই দুপুর ২:৩০টার দিকে রামপুরার বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হয়ে মোসলেহ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয়। এ ব্যাপারে রামপুরা থানায় একটি মামলা দায়ের হয়। মামলা তদন্তের জন্য আদালতের আদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ উদ্দিন মিয়ার নির্দেশে পূর্ব রামপুরার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে