ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকারের মেয়াদ চার বছর, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী নয়

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ২২:০০:২৪
সরকারের মেয়াদ চার বছর, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী নয়

ডুয়া নিউজ: একজন ব্যক্তি জীবদ্দশায় মাত্র দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন—এমন প্রস্তাবসহ সরকারের মেয়াদ চার বছরে সীমিত করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন।

আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে কমিশনের চূড়ান্ত সুপারিশ প্রকাশ করা হয়।

সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবারই থাকতে পারবেন এবং তার মেয়াদ হবে চার বছর। এ সময় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান বা সংসদের নেতা হতে পারবেন না।

প্রতিবেদনে এমন শর্ত আরোপের বিষয়ে কমিশনের প্রধান ড. আলী রীয়াজ জানান, তারা প্রায় এক লাখ মানুষের মতামত গ্রহণ করেছেন। কমিশনের সদস্যদের পাশাপাশি ৩২ জন গবেষক এ কাজে সহযোগিতা করেছেন।

সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পরবর্তীকালে অগণতান্ত্রিক প্রবণতা এবং ফ্যাসিবাদের বীজ ৭২ সালের সংবিধানে নিহিত ছিল। এর ফলে, বিভিন্ন শাসনামলে ক্ষমতার কেন্দ্রীকরণ বেড়ে গেছে, আমলাতন্ত্র আরও প্রকট হয়েছে, বিচার ব্যবস্থা ক্রমাগত দলীয়করণের শিকার হয়েছে এবং এক্ষেত্রে দুর্নীতি ব্যাপক আকার ধারণ করেছে। ব্যক্তিকেন্দ্রিকতাও গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশকে বাধাগ্রস্ত করেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ধ্বংসের পেছনেও এর প্রভাব দেখা গেছে। এভাবে, ১৯৭২ সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল, সেটি একক ব্যক্তি ও একটি দলের কেন্দ্রীকরণ করে শেষ পর্যন্ত ফ্যাসিস্ট শাসনের জন্ম দিয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে