ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জাবিতে ভর্তিযুদ্ধ কাল; প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৪৫ জন

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৯:৫৮:৩০
জাবিতে ভর্তিযুদ্ধ কাল; প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৪৫ জন

ডুয়া নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা আগামীকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ১৪৫টি আবেদন জমা পড়েছে।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন।

জাবিতে এবারও ভর্তি পরীক্ষা ইউনিটভিত্তিক অনুষ্ঠিত হবে। চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি (রবিবার) পাঁচ শিফটে ‘ডি’ (জীববিজ্ঞান অনুষদ) ইউনিটে আবেদনকারী মেয়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ ফেব্রুয়ারি (সোমবার) একই ইউনিটের ছেলে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা প্রথম চার শিফটে অনুষ্ঠিত হবে। একই দিন ৫ম শিফটে আইবিএ-জেইউ-এর (ছেলে-মেয়ে উভয়) ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

এরপর ১১ ফেব্রুয়ারি প্রথম দুই শিফটে ‘ই’ ইউনিটের বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩য় শিফট থেকে ৫ম শিফট পর্যন্ত ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) আবেদনকারী নারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১২ ফেব্রুয়ারি পাঁচ শিফটে ‘এ’ ইউনিটের আবেদনকারী ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ ফেব্রুয়ারি ছয় শিফটে ‘সি’ ইউনিটের কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার শেষ দিন অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি ১ম শিফটে ‘সি-১’ ইউনিটের নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী তিন শিফটে ‘বি’ ইউনিটের সমাজবিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া, সি-১ ইউনিটের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লিখিত পরীক্ষায় (MCQ) উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৩ ফেব্রুয়ারি (রোববার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে এবং চারুকলা বিভাগের উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

উল্লেখ্য, এবার জাবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মোট ২ লাখ ৬২ হাজার ৪৯০ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে