ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

'রোজ ডে'তে ভক্তদের ৩ পরামর্শ পরীমণির!

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৮:৪২:১৮
'রোজ ডে'তে ভক্তদের ৩ পরামর্শ পরীমণির!

ডুয়া নিউজ : ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। সিনেমার বাইরেও নানান কর্মকাণ্ডের জন্য প্রায়ই শিরোনামে উঠে আসেন এই নায়িকা।

তিনি অনেকটা স্পষ্টভাষী হিসেবেও পরিচিত। সমালোচকদের কথা গায়ে না মেখে নিজের মতো করে যা ইচ্ছা করেন থাকেন।

যদিও জীবনে অনেক কিছুই অর্জন করেছেন এই অভিনেত্রী। তবে ভালোবাসার মাসে ‘সঠিক মানুষ’ না চেনার আক্ষেপ জানালেন পরীমণি। গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রপোজ ডে-তে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের তিনটি অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে পরীমণী লেখেন, নিজের জীবনের কিছু গোপন তথ্য সঠিক মানুষের কাছে থাকলেই আপনি নিরাপদ থাকবেন। নয়তো আপনার জীবন নানা সমস্যায় জর্জরিত হবে।

অভিজ্ঞদের মতো ভক্তদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করলেন পরীমণি। তিনি বলেন, আপনার জীবনের খুশিকে কে বা কারা অতি সহজে মারতে পারবে জানেন? আমার নিজের জীবন থেকে অর্জন করা তিনটি জিনিস-১. আপনার অ্যাকাউন্টের সমস্ত হিসাব যার কাছে থাকবে।২. আপনার পার্সোনাল সিক্রেট (আপনি কীসে দুঃখ পান, কীসে আপনার আনন্দ, মোটকথা আপনার সমস্ত ইমোশন) যে বা যারা জানবে।৩. আপনি যে বা যাদেরকে আপনার খুব কাছের মানুষ বলে জানবেন।ব‍্যাস, এতেই আপনার জীবন উদ্ধার হয়ে যাবে যদি না সেই মানুষ বা মানুষেরা সঠিক না হয়।

এরপর পরী লেখেন, আপনি ভুল মানুষে বিশ্বাস, ভরসা করবেন, মারা খাইলে তাদের দোষ দেবেন এটা তো ঠিক না বস! তাই সমস্ত সমস্যা আপনারই।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে