ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

গাজীপুরের ঘটনায় গ্রেপ্তার ১৬

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৮:২২:৩৫
গাজীপুরের ঘটনায় গ্রেপ্তার ১৬

ডুয়া নিউজ : গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অভিযুক্ত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই ঘটনার সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় সদর থানার ওসিকে সাসপেন্ড করা হবে বলেও জানান তিনি।

কমিশনার নামমুল আরও বলেন, যারা পদক্ষেপ নিতে বিলম্ব করছে, তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। পুলিশ প্রশাসনে ফ্যাসিবাদী চিন্তা-ধারার কেউ থাকতে পারবে না।

এদিকে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ঘটে যাওয়া এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার থেকেই এই অভিযান শুরু হবে গাজীপুরসহ সারাদেশে।

প্রসঙ্গত, গতকাল (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর স্থানীয় বাসিন্দারা হামলা করেন। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন। হামলায় আহতদের অধিকাংশকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া গুরুতর আহত ৫ জনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানান, শুক্রবার রাতে তারা খবর পান যে ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে লুটপাট হচ্ছে। এ খবর শুনে শিক্ষার্থীরা ঘটনাস্থলে চলে যান এবং সেখানে পৌঁছানোর পর বাড়িতে লুটপাট দেখতে পান। পরে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বাসিন্দাদের জড়ো করা হয়। ঘটনার আগে শিক্ষার্থীদের কিছু সদস্যকে বাসার ছাদে নিয়ে পেটানো হয়। এরপর অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহিম জানান, তাদের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হামলা ঠেকানোর চেষ্টা করলেও ছাত্রলীগ, যুবলীগ ও স্থানীয় বাসিন্দারা তাদের ওপর হামলা চালায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে