ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

যবিপ্রবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত ৫

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১১:১৪:০৪
যবিপ্রবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত ৫

ডুয়া নিউজ: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের একটি চায়ের দোকানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর কমিটির সদস্যদের মধ্যে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের ফলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার পর প্রক্টর ড. মো. আমজাদ হোসেন অসুস্থ হয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি হন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান এবং পরবর্তীতে বলেন যে, রাতে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ ঘটনায় উভয় পক্ষের শিক্ষার্থীরা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে