ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রে ফের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ০৯:৫৮:১৮
যুক্তরাষ্ট্রে ফের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত

ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় উড়োজাহাজের চালক এবং সেখানে থাকা ৯ জন যাত্রী নিহত হয়েছেন। মৃত্যুর ঘটনাটি একজন অপারেশন বিভাগের পরিচালকের বরাত দিয়ে জানা গেছে। উড়োজাহাজটি বেরিং এয়ারের একটি সেনা ক্যাটাগরির বিমান ছিল।

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২ টা ৩৭ মিনিটে উড়োজাহাজটি আলাস্কার পশ্চিমাঞ্চলের উনালাকলিট থেকে নরটন সাউন্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রার ৪৫ মিনিটের মধ্যে উড়োজাহাজটির রাডার সংকেত বন্ধ হয়ে যায়। পুলিশ ও কর্তৃপক্ষের ধারণা, বিমানটির ইঞ্জিনে গুরুতর ত্রুটি ছিল। ফলে উড়োজাহাজটি উড্ডয়ন ক্ষমতা হারাতে থাকে এবং ভূপাতিত হয়।

উড়োজাহাজের ধ্বংসাবশেষ আলাস্কার নোম এলাকা থেকে ৩৪ মাইল দক্ষিণপূর্বে পাওয়া গেছে এবং সেখানে থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকি ৭ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন আলাস্কার গভর্নর মাইক ডুনালিভি, যিনি নিহতদের পরিবারের জন্য প্রার্থনার কথা জানান।

তথ্য : এনবিসি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে