ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কৃতজ্ঞতা জানালেন ক্ষমা পাওয়া আমিরাতের সেই প্রবাসীরা, তবে দিলেন আল্টিমেটাম

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১৭:২৯:৫৪
কৃতজ্ঞতা জানালেন ক্ষমা পাওয়া আমিরাতের সেই প্রবাসীরা, তবে দিলেন আল্টিমেটাম

ডুয়া ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ মিছিল করে সাজা পেয়েছিলেন ৫৭ জন বাংলাদেশি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ অনুরোধে তাদের সাজা স্থগিত করে আমিরাত সরকার। এরপরই দেশে ফিরে আসেন সেই প্রবাসীরা। এখন তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন।

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, "জুলাই বিপ্লবে প্রবাসীরা সরকারের বিরুদ্ধে মিছিল করেছে এবং রেমিট্যান্স বন্ধের কর্মসূচি পালন করেছে।" এ সময় অনেককে গ্রেপ্তার করা হয় এবং তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় সাজা প্রদান করা হয়। এর ফলস্বরূপ সংযুক্ত আরব আমিরাতে অনেক প্রবাসী দীর্ঘদিন ধরে কারাভোগ করেন।

বক্তারা অভিযোগ করে বলেন, সরকারের পক্ষ থেকে প্রবাসী শ্রমিকদের বিষয়ে কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি। তারা দাবি করেন, "গত ২৮ ডিসেম্বর সরকারের তরফ থেকে ৫০ হাজার টাকার চেক দেয়া হলেও তা আমাদের জন্য যথেষ্ট নয়।"

এদিকে তারা সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার সাথে ৪৮ ঘণ্টার মধ্যে সাক্ষাতের কথা বলেছেন। তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল:

১. আরব আমিরাতসহ ক্ষতিগ্রস্ত প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

২. যারা বিদেশ যেতে চান, তাদের সরকারি উদ্যোগে বিনা খরচে বিদেশ পাঠানোর ব্যবস্থা করা।

৩. বাংলাদেশে যারা ব্যবসায়ী ছিলেন, তাদের জন্য বিনা সুদে লোনের ব্যবস্থা করা।

৪. বাংলাদেশ ফিরিয়ে আনার বিষয়ে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা।

৫. সংযুক্ত আরব আমিরাতের কারাগারে অবস্থানরত এখনও বন্দী প্রবাসীদের মুক্তি নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া।

প্রবাসীরা সরকারের প্রতি এই দাবি জানিয়ে বলছেন, তারা ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগের প্রশংসা করে একটি অনুষ্ঠান আয়োজনেরও পরিকল্পনা করছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে