ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

লন্ডনে ঢাবি অ্যালামনাইর অনুষ্ঠান মাতালেন শিল্পী শম্পা দেওয়ান 

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১৭:০৩:৫৬
লন্ডনে ঢাবি অ্যালামনাইর অনুষ্ঠান মাতালেন শিল্পী শম্পা দেওয়ান 

ডুয়া নিউজ: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যুক্তরাজ্যের আয়োজনে লন্ডনের অদূরে রমফোর্ডের একটি কমিউনিটি সেন্টারে সম্প্রতি আড়ম্বরে অনুষ্ঠিত হলো বর্ষবরণ ও পিঠা উৎসব।

লন্ডন ও এর আশেপাশের এলাকা ছাড়াও নরউইচ, ইপ্সউইচ, স্লাউ থেকে ঢাবি অ্যালামনা সদস্যরা স্বপরিবারে উৎসবে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল কবিতা আবৃত্তি ও গানের আসর। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাতিয়ে তোলেন কন্ঠশিল্পী শম্পা দেওয়ান । তিনি এক ঘন্টারও বেশি সময় নানা আঙ্গিকের গান পরিবেশন করে অংশগ্রহণকারীদের ভূয়শী প্রশংসা কুড়ান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যুক্তরাজ্য শাখার সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাদ, ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধীর রঞ্জন দাস, সদস্য সচিব ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. রহমান জিলানী।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে