ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বুয়েটের মূল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১৫:৫৯:০০
বুয়েটের মূল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

ডুয়া ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির মূল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ২৭ জানুয়ারি প্রাক-নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

ওয়েবসাইটে দেওয়া বার্তায় বলা হয়, বুয়েটের এক বার্তায় বলা হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মূল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। প্রবেশপত্র ডাউনলোড করার আগে বিভাগীয় অপশন অনলাইনে পূরণ করতে হবে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২৪ হাজার ২শ ১১ জন শিক্ষার্থী প্রাক-নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এর মধ্যে ছাত্র ১৭ হাজার ৩শ ৩৯ জন এবং ছাত্রী ৬ হাজার ৮শ ৭২ জন। ১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নের মাধ্যমে প্রাক-নির্বাচনি পরীক্ষা নেওয়া হয়।

জানা গেছে, কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদগুলোর অধীনে ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি ও স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ মোট আসন ১ হাজার ৩শ ৯টি রাখা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে