ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পাকিস্তানকে নিষিদ্ধ করল ফিফা

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১৪:৪৫:১৮
পাকিস্তানকে নিষিদ্ধ করল ফিফা

ডুয়া ডেস্ক : আবারও নিষেধাজ্ঞার কবলে পড়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)। গত আট বছরে তৃতীয়বারের মতো নিষিদ্ধ হলো পাকিস্তান। বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

পিএফএফের গঠনতন্ত্র সংশোধনের সুপারিশ করেছিল ফিফা। তবে পিএফএফ ফিফার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফলে আবারও নিষেধাজ্ঞার কবলে পড়তে হলো পাকিস্তানের ফুটবলকে।

বিবৃতিতে ফিফা জানায়, পিএফএফ কংগ্রেস যদি প্রস্তাবিত সংশোধন অনুমোদন করে তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। গঠনতন্ত্র সংশোধন হলে সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

পাকিস্তান ফুটবলের নবনির্বাচিত কংগ্রেস ও ফিফার মধ্যে অচলাবস্থার কারণেই এই নিষেধাজ্ঞা এসেছে বলে মনে করছেন পিএফএফ নরমালাইজেশন কমিটির চেয়ারম্যান হারুন মালিক।

তিনি বলেন, ফিফা চায় পাকিস্তানের ফুটবল গঠনতন্ত্র আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হোক। কিন্তু পিএফএফ কংগ্রেসের নবনির্বাচিত সদস্যরা সংখ্যাগরিষ্ঠ ভোটে ফিফার প্রস্তাবে সম্মত হননি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে