ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অফিসে ছুটি না পেয়ে সহকর্মীদের ছুরিকাঘাত সরকারি কর্মচারীর

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১৪:০৫:৪৫
অফিসে ছুটি না পেয়ে সহকর্মীদের ছুরিকাঘাত সরকারি কর্মচারীর

ডুয়া ডেস্ক : অফিস থেকে ছুটি না পেয়ে চার সহকর্মীকে ছুরিকাঘাত করেছে এক বলে অভিযোগ উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের সরকারি এক কর্মচারীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আহত ব্যক্তিরা হলেন—জয়দেব চক্রবর্তী, শান্তনু সাহা, সার্থ লেটে এবং শেখ সাতাবুল। তাঁদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তির নাম অমিত কুমার সরকার। তিনি কলকাতার নিউটাউনের কারিগরি ভবনে প্রযুক্তি শিক্ষা বিভাগে কর্মরত ছিলেন। তিনি ছুরি দিয়ে সহকর্মীদের আঘাত করেন এবং অস্ত্রটি হাতে নিয়েই শহরে হাঁটতে থাকেন।

একটি ভিডিওতে দেখা যায়, অমিত কুমার রক্তমাখা ছুরি হাতে নিয়ে শহরের রাস্তায় হাঁটছেন। কিছু পথচারী এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন।

পুলিশের জানায়, সহকর্মীদের সঙ্গে অমিতের ছুটি সংক্রান্ত বিষয়ে ঝগড়া হয়েছিল। তবে তাঁকে ছুটি না দেওয়ার প্রকৃত কারণ জানা যায়নি। অমিত সরকারের মানসিক সমস্যা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে