ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞায় স্বাক্ষর ট্রাম্পের

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ০৯:৫৬:২৩
আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞায় স্বাক্ষর ট্রাম্পের

ডুয়া ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তিনি এ আদেশ জারি করেন।

আইসিসি অবৈধ এবং এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের বিরুদ্ধে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে জানিয়ে ট্রাম্প বলেছেন, নতুন এই নির্বাহী আদেশের আওতায়, যারা মার্কিন নাগরিক ও মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে সহযোগিতা করবে, তাদের ও তাদের পরিবারের ওপর অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে।

ট্রাম্প সাক্ষরিত নির্বাহী আদেশে বলা হয়েছে, আইসিসি একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে, যা মার্কিন নাগরিকদের জন্য হুমকি সৃষ্টি করছে। এতে তারা হয়রানি, খারাপ আচরণ এমনকি গ্রেফতারের ঝুঁকিতেও রয়েছে।

আদেশ অনুযায়ী, আইসিসির যেসব কর্মকর্তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে তদন্তে জড়িত থাকবেন, তাদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে