ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ঢামেকে ইনজেকশন ও সিরিঞ্জসহ সরকারি কর্মচারী আটক

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ০৯:২৫:৩৯
ঢামেকে ইনজেকশন ও সিরিঞ্জসহ সরকারি কর্মচারী আটক

ডুয়া ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ইনজেকশন ও সিরিঞ্জসহ মকবুল খান (৫৫) নামে এক সরকারি কর্মচারীকে আটক করা হয়েছে। ওই সরকারি কর্মচারীর কাছ থেকে ৮০০ পিস ডিসটিল ওয়াটার ইনজেকশন ও ১৯৮ পিস সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাকে আটক করে জরুরি বিভাগে নিয়ে যান আনসার সদস্যরা।

জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত মকবুল খান জানান, তিনি প্রতিদিন কিছু পরিমাণে ডিসটিল ওয়াটার ইনজেকশন ও সিরিঞ্জ জমিয়ে করে বাইরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। তিনি ঢামেক হাসপাতালের চারতলায় আইসিইউতে পরিচ্ছন্নকর্মী হিসেবে কর্মরত। ৮০০ পিস ডিসটিল ওয়াটার ইনজেকশন ও ১৯৮ পিস সিরিঞ্জ নিয়ে বের হওয়ার সময় ২০৬ নম্বর ওয়ার্ডের সামনে আনসার সদস্যরা তাকে আটক করে। বর্তমানে তিনি জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টারের কক্ষে আটক রয়েছেন।

হাসপাতালের আনসারের সহকারী প্লাটুন কমান্ডার নাসির উদ্দিন বলেন, আমি টহল ডিউটি করার সময় আমার একজন আনসার আমাকে ফোন দিয়ে জানায় এক ব্যক্তির কাছে বড় একটি ব্যাগ পাওয়া গেছে। পরে আমরা মকবুলকে ব্যাগসহ জরুরি বিভাগে নিয়ে আসি।

তিনি জানান, তার ব্যাগ তল্লাশি করে ৮০০ পিস ইনজেকশন ও ১৯৮ পিস সিরিঞ্জ পাওয়া যায়। বর্তমানে আমাদের হেফাজতে ওয়ার্ড মাস্টারের রুমে আছেন আটককৃত তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে