ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

শেখ হাসিনার বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিবাদ

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৯:১৭:৩৬
শেখ হাসিনার বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিবাদ

ডুয়া ডেস্ক: দেশে অস্থিতিশীলতা বৃদ্ধির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রমাগত মিথ্যা-বানোয়াট মন্তব্য ও বিবৃতির বিরুদ্ধে ভারত সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এই প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে দেওয়া প্রতিবাদপত্রের মাধ্যমে মন্ত্রণালয় গভীর উদ্বেগ, হতাশা এবং বাংলাদেশ সরকারের গুরুতর আপত্তি জ্ঞাপন করেছে। কারণ এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার (শেখ হাসিনা) এই ধরনের কার্যকলাপ বাংলাদেশের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার পক্ষে সহায়ক নয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায়, ভারতে থাকাকালে সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য যোগাযোগের মাধ্যমে তাকে (শেখ হাসিনা) এ ধরনের মিথ্যা, বানোয়াট এবং উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অনুরোধ জানানো হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে