ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পিকনিকের বাসে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর....

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৮:০৭:১৩
পিকনিকের বাসে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর....

ডুয়া নিউজ: ময়মনসিংহে আওয়ামী লীগের পক্ষে জয় বাংলা স্লোগান দেওয়ায় পিকনিকের একটি বাস আটক করেছে স্থানীয় বাসিন্দারা। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় টাংগাইলের একটি স্কুল থেকে ময়মনসিংহের হালুয়াঘাটে পিকনিক শেষ করে ফেরার পথে তারাকান্দায় পৌঁছলে বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির মিছিলের সামনে পড়ে বাসটি। এ সময় বাসের ভেতর থেকে জয় বাংলা ও আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান শোনা যায়। তখন বাসটির গতি কম থাকায় স্থানীয়রা বাসটিতে থাকা যাত্রীদের আটক করে কারণ জানতে চায়। এসময় লোকজন উত্তেজিত হতে থাকলে পুলিশ এসে বাসটিসহ থানায় নিয়ে যায়। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর রাত ১১টার দিকে বাসটিকে ছেড়ে দেওয়া হয়।

তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তারা পিকনিকে গিয়েছিল। তারা আওয়ামী লীগের পক্ষে কোনো উসকানিমূলক স্লোগান দেয়নি বলে জানান। শিক্ষার্থীদের শিক্ষকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে