ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পাকিস্তান থেকে চিটাগুড় নিয়ে মোংলায় জাহাজ

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৬:১৪:৩৭
পাকিস্তান থেকে চিটাগুড় নিয়ে মোংলায় জাহাজ

ডুয়া নিউজ: গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন শুরু হয়েছে। এর জেরে স্বাধীনতার পর প্রথমবার বাংলাদেশে আসে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ। এবার পাকিস্তান থেকে মোংলা বন্দর দিয়ে প্রথমবার চিটাগুড় আমদানি করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে প্রথম চালান নিয়ে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এম.টি ডলফিন-১৯।

জানা গেছে, জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে পাঁচ হাজার ৫০০ মেট্রিক টন চিটাগুড় নিয়ে আসে। এদিন দুপুর থেকে ওই জাহাজটি থেকে চিটাগুড় খালাস শুরু হয়েছে। খালাস হওয়া এ চিটাগুড় মোংলা থেকে সড়ক ও নৌপথের মাধ্যমে নেওয়া হবে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে। সেখান থেকে তা দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে।

পাকিস্তান থেকে প্রথমবারের মতো চিটাগুড় আমদানি হওয়ায় মোংলা বন্দর কর্তৃপক্ষ জাহাজের ক্যাপ্টেন, নাবিক, আমদানিকারক ও শিপিং এজেন্ট প্রতিনিধিকে ফুল দিয়ে অভিনন্দন জানায়।

পাকিস্তানের করাচি বন্দর থেকে ১৯ জানুয়ারি চিটাগুড় বোঝাই করে যাত্রা শুরু করা জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে পাড়ি দেয়। এই জাহাজটির দৈর্ঘ্য ১৪৫ মিটার এবং ড্রাফট ৭ মিটার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে