ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ডুজার বার্ষিক সেমিনার ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১০:০৩:৫৮
ডুজার বার্ষিক সেমিনার ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজার) ‘গণঅভ্যুত্থান ও সাংবাদিকতা’ শীর্ষক বার্ষিক সেমিনার ও ২০২৪-২৫ সেশনের নব-নির্বাচিত কার্যকরী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (০৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ‘ডুজা বর্ষসেরা রিপোর্টার ২০২৪’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ডুজার সদ্য সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়ার সভাপতিত্বে ও ডুজার সদ্য সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহির সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুজার প্রধান উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী।

ডুজা বর্ষসেরা রিপোর্টার ২০২৪- এ প্রথম হয়েছেন নিউজ বাংলা ২৪ এর ঢাবি প্রতিনিধি মনিরুল ইসলাম, যৌথভাবে দ্বিতীয় হয়েছেন দৈনিক কালবেলার ঢাবি প্রতিনিধি মোতাহার হোসেন ও ডেইলি অবজারভার এর ঢাবি প্রতিনিধি তাওসিফুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন সমকাল এর ঢাবি প্রতিনিধি যোবায়ের আহমদ।মূল প্রবন্ধে নূরুল কবির বলেন, ‘একটি সফল গণঅভ্যুত্থান-পরবর্তী এই জটিল রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের গণতন্ত্রপরায়ন সাংবাদিকতার সামনে এক নতুন চ্যালেঞ্জ হাজির করেছে। বাংলাদেশের সমাজ, রাষ্ট্র, রাজনীতি ও সংস্কৃতির অপরিহার্য গণতান্ত্রিক রূপান্তরের তরফে ইতিবাচক ভূমিকা রাখাই এই সময়ের জন্য সাংবাদিকতার চ্যালেঞ্জ।’

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে সাংবাদিক সমিতির সদস্যরা বস্তুনিষ্ট সংবাদ উপস্থাপনের মাধ্যমে এই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাতীয় স্বার্থে ভবিষ্যতেও সাংবাদিক সমিতি অনবদ্য ভূমিকা রাখবে বলে আমি আশা করি।’

সভাপতির বক্তব্যে আল সাদী ভূঁইয়া বলেন, ‘জুলাই অভ্যুত্থানে সাংবাদিক সমিতির সদস্যরা জীবন বাজি রেখে পুরো জাতির সামনে সত্যকে উপস্থাপন করেছে।’

ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে নব-নির্বাচিত সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে সব সময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। শিক্ষার্থীদের বহুমাত্রিক অধিকার নিশ্চিত করতে ক্যাম্পাস সাংবাদিকদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

ডুজার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, ‘বিগত সময়ের সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। ফ্যাসিবাদের বিষবাষ্পে যখন দেশের প্রতিটি সেক্টর জর্জরিত তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার প্রমাণ দিয়েছে। আশা করি আগামীতেও এর ধারা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সাদ্দাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ) সভাপতি মুক্তা বাড়ৈ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মাক্সবাদী) সভাপতি সালমান সিদ্দিকী, ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা, বিপ্লবী ছাত্র মৈত্রি সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ (ইশা) সাধারণ সম্পাদক শেখ মাহাবুবুর রহমান নাহয়িান, গণতান্ত্রকি ছাত্র কাউন্সলি সভাপতি সায়দেুল হক নশিান, ঢাবি শাখা ছাত্র ফেডারেশন সভাপতি আরমানুল হক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল এবং স্বাধীন বাংলাদশে ছাত্র সংসদ আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালদি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে