ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চবিতে শেখ হাসিনা হলের নামফলক ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ, সাংবাদিক মারধর

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ০৯:৫৫:২৬
চবিতে শেখ হাসিনা হলের নামফলক ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ, সাংবাদিক মারধর

ডুয়া ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা হলের নামফলক ভাঙতে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন কয়েকজন সাংবাদিক। এ সময় ঢাকা মেইলের ক্যাম্পাস প্রতিনিধি রেদোয়ান আহমেদকে মারধর এবং সমকালের প্রতিনিধি এস এম মাহফুজের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে হলের ছাত্রীদের বিরুদ্ধে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শেখ হাসিনা হলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে চবি সাংবাদিক সমিতির নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসেন জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রশাসন সিদ্ধান্ত নেবে এবং ভুক্তভোগী সাংবাদিকরা লিখিত অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণার পর সারাদেশে শেখ মুজিব ও শেখ হাসিনার মুর‌্যাল-নামফলক ভাঙেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এই কর্মসূচির অংশ হিসেবে চবি শিক্ষার্থীরা শেখ হাসিনা হলের নামফলক ও নৌকার স্থাপনা ভাঙতে গেলে হলের ছাত্রীদের বাধার সম্মুখীন হন। এ সময় এক সাংবাদিককে মারধর ও একজনের ফোন কেড়ে নেন হলটির ছাত্রীরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে