ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আরো ১০৪ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ০৯:৩৪:০৭
আরো ১০৪ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ডুয়া ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান করা আরো ১০৪ ভারতীয়কে সামরিক উড়োজাহাজে করে দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার রাতে তাদের নিয়ে সি-১৭ বিমান বিমানটি ভারতে পৌঁছায়। সিএনএন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

পাঞ্জাব রাজ্যের কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতে একটি সামরিক বিমানে কমপক্ষে ১০৪ জন ভারতীয় নাগরিককে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে আনা হয়েছে। মূলত গুজরাট, মহারাষ্ট্র এবং পাঞ্জাবের অভিবাসীদের বহনকারী বিমানটি বুধবার বিকেলে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর অমৃতসরে অবতরণ করে।

একজন মার্কিন কর্মকর্তার মতে, ট্রাম্প প্রশাসন অভিবাসী পরিবহনের জন্য সামরিক বিমান মোতায়েন শুরু করার পর থেকে এটিই সবচেয়ে দীর্ঘ দূরত্বের ফ্লাইট।

ফিরতি ফ্লাইটে থাকা ব্যক্তিদের মধ্যে ২৩ বছর বয়সী আকাশদীপ সিংও ছিলেন। তিনি জানান, সাত মাস আগে আমেরিকা চলে যান, তাঁর বাবা তাঁদের জমির দুই-তৃতীয়াংশ বিক্রি করে সেখানে যান। তার জন্য প্রায় ৬০ হাজার ডলার খরচ হয়।

মাত্র চার বছরে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ভারতীয় নাগরিকের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি তথ্য অনুসারে, ২০১৮ থেকে ২০১৯ অর্থবছরে ৮ হাজার ২৭ জন থেকে ২০২২ থেকে ২০২৩ সময়কালে ৯৬ হাজার ৯১৭ জনে পৌঁছেছে।

কাজের সুযোগ খুঁজছেন এমন তরুণ ভারতীয়রা মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ, যাদের মধ্যে কেউ কেউ ল্যাটিন আমেরিকার মধ্য দিয়ে বিপজ্জনক পদযাত্রা করে মার্কিন দক্ষিণ সীমান্তে পৌঁছাচ্ছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে