ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ২০:৫৮:৩৭
দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম

ডুয়া নিউজ: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক দফা নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভালো মানের ২২ ক্যারেট সোনার মূল্য এক ভরিতে দুই হাজার ৯২৮ টাকা বাড়িয়ে এক লাখ ৪৭ হাজার ৮১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

অন্যদিকে, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪১ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের জন্য এক লাখ ২০ হাজার ৯৪৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯ হাজার ৫২৯ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণেই এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।

এছাড়া ২ ফেব্রুয়ারি থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পূর্বে ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে এক লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা করা হয়েছিল। এর পূর্বে ২৯ জানুয়ারি ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে এক লাখ ৪২ হাজার ৭৯১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে