ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

মার্চে ট্যুরিস্ট ভিসা দেওয়ার বিষয়ে যা জানাল ভারতীয় দূতাবাস

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৯:৩৫:১৪
মার্চে ট্যুরিস্ট ভিসা দেওয়ার বিষয়ে যা জানাল ভারতীয় দূতাবাস

ডুয়া নিউজ : গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হলেও এখনও স্বাভাবিক হয়নি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের পতনের পর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে সীমিত পরিসরে ভিসা আবেদন কেন্দ্র খুলে দেয়া হয়। এরপর ১৬ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেবল সীমিত পরিসরে জরুরি ও মেডিকেল ভিসা ইস্যু করবে ঢাকায় ভারতীয় হাই কমিশন। পরবর্তীতে ট্যুরিস্ট ভিসা ছাড়া সবক্ষেত্রেই সীমিত পরিসরে ভিসা দেয়া হচ্ছে বলে জানায় ভারতীয় দূতাবাস।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে আগামী মার্চ থেকে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে বলে জানানো হচ্ছে। যদিও এ বিষয়ৈ সুনিদিষ্ট কোন তথ্য দেওয়া হয়নি।

এ বিষয়ে ভারতীয় দূতাবাসের ভিসা উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, ট্যুরিস্ট ভিসা ছাড়া সবক্ষেত্রেই বাংলাদেশিদের সীমিত পরিসরে ভিসা দেয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

আরও বলা হয়েছে, যেসব বাংলাদেশি ভারতের গিয়ে তৃতীয় দেশে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করে তাদের ডাবল এন্টি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়ে তা যাচাইবাছাই করে স্লট দেয়া হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে