ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ডাকসু নির্বাচনে কারচুপির অনুসন্ধানে ঢাবির নতুন তদন্ত কমিটি

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৯:১৯:৪১
ডাকসু নির্বাচনে কারচুপির অনুসন্ধানে ঢাবির নতুন তদন্ত কমিটি

ঢাবি প্রতিনিধি : ২০১৯ সালে ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ও হল সংসদ নির্বাচনের কারচুপির অনুসন্ধানে নতুন তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

কমিটির সচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) আইয়ুব মিয়াকে। এছাড়া সদস্য হিসেবে আছেন- সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, ফার্মেসী অনুষদের ডিন, আইন অনুষদের ডিন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট এবং স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট।

এর আগে গত ২০১৯ সালের ডাকসু নির্বাচনের কারচুপির তদন্ত, জড়িত শিক্ষকদের শাস্তি ও বহিষ্কার, অবৈধ উপায়ে ভর্তি হয়ে ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগের সকল সদস্যদের ডাকসুর সদস্য পদ বাতিলপূর্বক ভূক্তভোগী প্রার্থীদের মূল্যায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং ২২ ডিসেম্বর ২০১৯ তারিখে ডাকসু ভবনে সংঘটিত নৃশংস হামলার ঘটনায় জড়িত অপরাধীদের বিচার দাবি করে ভূক্তভোগী জিএস প্রার্থী মো. রাশেদ খাঁন এবং ঢাবি ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. সানাউল্লাহ হক উপাচার্য বরাবর লিখিত আবেদন দেন।

তাদের আবেদনের বিষয়টি গত ০৯ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত এসএমটি কমিটির সভায় আলোচনার করা হয়। আলোচনা শেষে বিষয়টির সত্যতা যাচাই করে প্রতিবেদন দেয়ার জন্য নিম্নলিখিতদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে