ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

পড়ার টেবিলে ফিরছেন ফারিয়া; ব্যারিস্টারি পড়তে যাচ্ছেন যুক্তরাজ্যে

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৯:০৪:৫৫
পড়ার টেবিলে ফিরছেন ফারিয়া; ব্যারিস্টারি পড়তে যাচ্ছেন যুক্তরাজ্যে

ডুয়া নিউজ: শোবিজ অঙ্গনের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। বাংলাদেশ ও ভারত দুই দেশেই অভিনয় করে যাচ্ছেন তিনি। পেশাগত জীবনের পাশাপাশি শিক্ষাতেও মনযোগী এই অভিনেত্রী। আবারও পড়াশোনার টেবিলে ফিরছেন ফারিয়া। ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন। খবরটি তিনি নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

সবকিছু ঠিক থাকলে এ বছর সেপ্টেম্বরে যুক্তরাজ্যে যাবেন বলে দেশের এক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন এ নায়িকা।

নায়িকা বলেন, ‘অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই। এবার ‘বার অ্যাট ল’ পড়তে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এবার সেই স্বপ্নটি পূরণ করতে চাই।’

অভিনয় ছেড়ে আইনি পেশায় যোগ দেবেন কি না, প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বলেন, ‘আগে ডিগ্রি অর্জন করি। বাকি সব প্রশ্নের উত্তর সময়ই দেবে।’

প্রসঙ্গত, ২০১৫ সালে মুক্তি পায় নুসরাত ফারিয়ার প্রথম সিনেমা 'আশিকী'। এটি একটি যৌথ প্রযোজনার ছবি। সিনেমাটিতে তিনি কলকাতার অভিনেতা অঙ্কুশের সঙ্গে জুটি বাঁধেন। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে তিনি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। শোবিজে তার পথচলা শুরু হয়েছিল উপস্থাপনার মাধ্যমে, এরপর ধীরে ধীরে সিনেমায় নিজের জায়গা করে নেন। বর্তমানে তিনি চিত্রনায়িকা হিসেবে চলচ্চিত্র অঙ্গনে প্রতিষ্ঠিত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে