ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রমজানে যান্ত্রিক ত্রুটির বাইরে লোডশেডিং হবে না: জ্বালানি উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৮:০৫:৩২
রমজানে যান্ত্রিক ত্রুটির বাইরে লোডশেডিং হবে না: জ্বালানি উপদেষ্টা

ডুয়া নিউজ: চাঁদ দেখা সাপেক্ষে আগামী মার্চেের প্রথমদিকেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান। আসন্ন এই রমজান মাসে লোডশেডিং হবে না বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির।

আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর বিদ্যুৎ ভবনে আন্ত:মন্ত্রণালয়ে সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গ্রীষ্মে লোডশেডিং হতে পারে জানিয়ে ফাওজুল কবির বলেন, রমজানে ১৫ হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ রমজানে ও গ্রীষ্মে ১৮ হাজার হাজার মেগাওয়াট পর্যন্ত চাহিদা হতে পারে। বিদ্যুৎ খাতে ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সিদ্ধান্ত হয়েছে। রমজানে যান্ত্রিক ত্রুটির বাইরে কোনো লোডশেডিং হবেনা। তবে গ্রীষ্মে ৭০০ থেকে ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে।’

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘এসময় কুলিং লোড বাড়ে। তা কমাতে শীতাতপ যন্ত্র ২৫ থেকে ২৬ ডিগ্রি তাপমাত্রায় রাখলে লোডশেডিং মোকাবিলা সহজ হবে। সবাইকে সহায়তা করতে হবে লোডশেডিং চ্যালেঞ্জ মোকাবিলায়।’

বেআইনি গ্যাস ও বিদ্যুৎ সংযোগের কারণে বৈধ গ্রাহকরাও সমস্যায় পড়ছেন জানিয়ে তিনি বলেন, ‘এগুলো বিচ্ছিন্ন করার জন্য জোর পদক্ষেপ নেওয়া হবে।’

এছাড়া, বিদ্যুৎ আমদানির জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা সম্পর্কে পরিকল্পনা করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী মৌসুমের অর্থ চাহিদা অর্থ উপদেষ্টা ও গভর্নরকে জানানো হয়েছে। তারা জ্বালানি ও বিদ্যুৎ আমদানির জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহের আশ্বাস দিয়েছেন।

ফাওজুল কবির জানান, সরকার ব্যয় সংকোচনে জোর দিলেও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। তবে গ্যাসের দাম সমন্বয় করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে