ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ঢাবি ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক হলেন ফারজানা বাসার

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৭:৩৭:৫৯
ঢাবি ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক হলেন ফারজানা বাসার

ডুয়া নিউজ: ঢাকা বিশবিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভারপ্রাপ্ত পরিচালক হলেন ফারজানা বাসার।

আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) ঢাবি রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁকে ভারপ্রাপ্ত পরিচালক করা হয়।

অফিস আদেশে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের আদেশ মোতাবেক ফারজানা বাসারকে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিধি মোতাবেক তিনি প্রাপ্য সুবিধাদি পাবেন।

আগামী সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে এ নিয়োগ কার্যকর হবে।

ফারজানা বাসার টিএসসির উপ-পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি ১৯৯১-৯২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে