ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

৬ দাবিতে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা

২০২৪ ডিসেম্বর ১২ ১৪:৪১:০৩
৬ দাবিতে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা

ডুয়া নিউজ : প্রাথমিকের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে আন্দোলনে নামছেন। আগামী বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রাথমিকের শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন। এ বৈষম্য নিরসনে সরকার অনেকবার আশ্বাস দিয়েছে। তবে দাবিগুলো বাস্তবায়ন হয়নি। দাবি আদায়ে এবার ‘শক্তভাবে’ রাজপথে নামবেন শিক্ষকরা।’

তিনি বলেন, ‘আমাদের প্রথম এবং প্রধান দাবি হলো- সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় দাবি হলো- শতভাগ পদোন্নতি। এছাড়া সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিল, পূর্বের ন্যায় টাইমস্কেল প্রদান, চাকরির বয়স ১০ ও ১৬ বছর পূর্ণ হলে উচ্চতর গ্রেড প্রদান এবং সিনিয়রদের চেয়ে জুনিয়রদের বেতন বেশি হওয়ার বিষয়টি সমাধান করতে হবে।’

সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিল কেন করতে হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শহর কিংবা প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেখানে পুরো প্রতিষ্ঠানে তিনজন শিক্ষক। এর মধ্যে একজন প্রধান শিক্ষক, একজন সহকারী শিক্ষক আর একজন সহকারী প্রধান শিক্ষক পদে থাকলে বিষয়টি কেমন দেখায়? এজন্য সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিল করতে হবে।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে