ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এবার মার্কিন পণ্যের ওপর চীনের শুল্ক আরোপ

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ০৭:১৭:৪৩
এবার মার্কিন পণ্যের ওপর চীনের শুল্ক আরোপ

ডুয়া নিউজ: ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের ফলস্বরূপ চীনও মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করছে। চীনা অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, মার্কিন পণ্যের জন্য শুল্কহার ১০-১৫ শতাংশ হবে এবং এটি আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে।

চীন আরও জানিয়েছে যে, তারা মার্কিন গাড়ি আমদানির ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে এবং দুষ্প্রাপ্য ধাতুর রফতানি নিয়ন্ত্রণ করবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর চীনা পণ্য আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করেন, যা চীনের পাল্টা পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে চীন ঘোষণা করেছে যে তারা মার্কিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), কয়লা, অপরিশোধিত তেল এবং কৃষি সরঞ্জামের ওপর শুল্ক আরোপ করবে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী, গত মঙ্গলবার মধ্যরাত থেকে নতুন মার্কিন শুল্ক কার্যকর হয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের প্রথম মেয়াদে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধের দ্বিতীয় ধাপ হিসেবে এই নতুন শুল্ক আরোপকে দেখা হচ্ছে।

গত সপ্তাহে ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেন এবং অভিযোগ করেন যে এসব দেশ যুক্তরাষ্ট্রে অভিবাসী নিয়ন্ত্রণ এবং মাদক প্রবাহ ঠেকাতে ব্যর্থ হয়েছে।

তবে গত সোমবার তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবামের সঙ্গে আলোচনার পর কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করেন।

বিশ্লেষকরা বলছেন, আগামী বেশ কিছুদিনের মধ্যে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় আসতে পারেন, যা শুল্ক আরোপ নিয়ে একটি সমঝোতার সম্ভাবনা সৃষ্টি করতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে