ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ ব্যাংকে গোপন ৩০০ লকারের সন্ধান

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ০৭:০২:৫৬
বাংলাদেশ ব্যাংকে গোপন ৩০০ লকারের সন্ধান

ডুয়া নিউজ: বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে কর্মকর্তাদের অর্থ-সম্পদ জমা রাখার তিন শতাধিক লকারের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এসব লকারে বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন ভিআইপি ব্যাংক কর্মকর্তাদের লকার রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) আদালত থেকে সাবেক ও বর্তমান ব্যাংক কর্মকর্তাদের লকার খোলার অনুমতি পেয়েছে সংস্থাটি।

চলতি সপ্তাহের যে কোনো দিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খুলতে অভিযান পরিচালনা করা হবে বলে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে।

দুদকের প্রধান অনুসন্ধান বিভাগ কাজী সায়েমুজ্জামান বলেন, অনুসন্ধান সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার নামীয় বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার লকার খুলে অনুমতি নিয়েছি। সেখান থেকে পাওয়া লকার খোলার পর্যালোচনা করে আদালত অনুমতি দিয়েছে বলে তিনি জানান।

সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দুদক সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার লকার খুলে অনুমতি নেওয়ার কথা বলেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ডেপুটি গভর্নরের নাম আসছে। এরই মধ্যে এস কে সুর চৌধুরি গোপন লকার খুলে প্রায় ৫ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে।

এস কে সুরের গোপন লকার অভিযানকালে দুদকের চোখে তিন শতাধিক ব্যাংক কর্মকর্তাদের নামে লকারের তথ্য মিলেছে। যার মধ্যে রিজার্ভ চুরি থেকে শুরু করে বিভিন্ন সময়ে আলোচিত ব্যক্তিদের নাম মিলেছিল।

এর প্রেক্ষিতে দুদক মনে করছে তল্লাশি অভিযান চালানো দরকার। যথাযথ তল্লাশি করা গেলে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে, যা সাধারণ মানুষের কল্পনার বাইরে ছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে