ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত গ্রেফতার

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ২২:৫৬:০৪
বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত গ্রেফতার

ডুয়া নিউজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে।

আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।

শিবলী রুবাইয়াত ২০২০ সালের ১৭ মে প্রথমবারের মতো বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

পরবর্তীতে, তিনি পুনর্নিয়োগ পেয়ে গত বছর ১৬ মে আবারও এই পদে আসীন হন।

তবে, গত বছর ১০ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর তিনি বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগে ফিরে যান।

বিএসইসি চেয়ারম্যান থাকার সময় শেয়ারবাজারে অনিয়মের মাধ্যমে অনেক অবৈধ সম্পদ অর্জন করেছেন, যার জন্য সম্প্রতি তার পাসপোর্ট বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে