ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ওটিটিতে আসছে মেহজাবীনের প্রথম সিনেমা

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ২১:৩৯:২৬
ওটিটিতে আসছে মেহজাবীনের প্রথম সিনেমা

ডুয়া নিউজ: দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরি। প্রথমবারের মতো প্রিয় মালতী সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয়েছে এই অভিনেত্রীর। এবার অভিনেত্রীর সিনেমা প্রিয় মালতী মুক্তি পাচ্ছে চরকি প্ল্যাটফর্মে। আগামী বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাত আটটায় সিনেমাটি মুক্তি পাবে। এর আগে গত বছরের ২০ ডিসেম্বর এটি বড় পর্দায় মুক্তি পায়।

সিনেমার গল্প ও চিত্রনাট্যকার শঙ্খ দাশগুপ্ত জানান, প্রিয় মালতী এক সংগ্রামী নারীর গল্প, যে সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যায়। পরিচালক এই সিনেমার মাধ্যমে সমাজের প্রচলিত কিছু নিয়মের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন।

মেহজাবীন চৌধুরী সিনেমায় মালতী রানী দাশ চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্রের জীবন সংগ্রাম এবং ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। সিনেমার গল্পে দেখা যায়, মালতী ও তার স্বামী পলাশ কুমার দাশ জীবনের ছোট ছোট স্বপ্ন নিয়ে সংসার করছেন। তবে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের জীবন অনেকটা পালটে যায়।

প্রিয় মালতী সিনেমাটি প্রযোজনা করেছে 'ফ্রেম পার সেকেন্ড' এবং 'চরকি' প্ল্যাটফর্ম। এতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ অনেক অভিনেতা। সিনেমাটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে প্রদর্শিত হয়েছে এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে