ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ড. আবেদ চৌধুরী

'এদেশে ভালো কিছু উদ্ভাবন করলে মূল্যায়ন হয় না'

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ২১:০৯:৪৫
'এদেশে ভালো কিছু উদ্ভাবন করলে মূল্যায়ন হয় না'

ডুয়া ডেস্ক: এদেশে ভালো কিছু উদ্ভাবন করলে মূল্যায়ন পাওয়া যায়না বলে মন্তব্য করেছেন দেশের আলোচিত পঞ্চব্রীহি ধানের আবিষ্কার ড. আবেদ চৌধুরী। তিনি বলেন বাংলাদেশে কেউ যদি ভালো কিছু উদ্ভাবন করে তাহলে তার মূল্যায়ন হয় না। এটার উদাহরণ আমি নিজেই৷ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, আমার আইডিয়াগুলো নিয়ে বারবার মন্ত্রণালয়ে যাওয়ার পরও কোনো ধরনের সহযোগিতা আমি পাইনি। এটা খুবই দুঃখজনক।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অডিটোরিয়ামে ‘ফুড সিকিউরিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ড. আবেদ চৌধুরী বলেন, "আপনারা লক্ষ্য করেছেন যে আমার পেটেন্টগুলো বিদেশে নিবন্ধিত হলেও বাংলাদেশের সরকার আমাদের কোনো সাহায্য দেয়নি। অথচ আমি এই গবেষণাটি করার জন্য আমার দেশের গ্রামের এলাকা বেছে নিয়েছি, যাতে দেশ উপকৃত হয়। আমাদের দেশে কেউ ভালো কিছু করলে সেটি মূল্যায়ন করা হয় না, তবে অক্সফোর্ড, হার্ভার্ডের পণ্ডিতরা বললে তা অত্যন্ত মূল্যায়িত হয়।"

তিনি আরও বলেন, "আমি যখন অস্ট্রেলিয়াতে ছিলাম, একদিন কল দিলে পরের দিন এমপি মন্ত্রীরা আমাকে দেখা করার সুযোগ দেয়, কিন্তু আমাদের দেশে মন্ত্রণালয়ে সচিবদের সঙ্গে দেখা করতে হয়, যারা আমার কথা শুনে আমার সঙ্গে চা-বিস্কিট খাইয়ে বিদায় দেন।"

ড. আবেদ চৌধুরী আরও বলেন, "একসময় ঔপনিবেশিকরা বিজ্ঞানকে জনসাধারণ থেকে আলাদা করে বিজ্ঞানীদের হাতে তুলে দিয়েছিল। এখন আমরা বিজ্ঞানকে জনসাধারণের হাতে দিতে চাই। আমরা ডেমোক্রাটাইজেশন অব ইনোভেশনে পঞ্চব্রীহি ধান উদ্ভাবন করেছি এবং এখন অন্যান্য ফসল যেমন জোয়ান, তিসি, বেগুন, ঢেড়স ইত্যাদি উদ্ভাবনের চেষ্টা করছি। আমাদের গবেষণা অব্যাহত রয়েছে। গত বছর পিতৃহীন বীজ উদ্ভাবন করেছি, যা কার্বন ও মিথেন মিটিগেশনে অত্যন্ত সহায়ক।"

সেমিনারের প্রধান অতিথি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ড. আবেদ চৌধুরীর উদ্ভাবনকে সরকারি-বেসরকারি পর্যায়ে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "পঞ্চব্রীহি ধান দেশের খাদ্যশস্য উৎপাদনশীলতা বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ টেকসই উন্নয়নের দিকে আরও এগিয়ে যাবে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে