ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

অনুমতি ছাড়া জলসীমায় প্রবেশ

চট্টগ্রামে পানামার পতাকাবাহী জাহাজকে ১০ লাখ টাকা জরিমানা

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৯:৩৬:২৮
চট্টগ্রামে পানামার পতাকাবাহী জাহাজকে ১০ লাখ টাকা জরিমানা

ডুয়া নিউজ : চট্টগ্রাম বন্দরের জলসীমায় অনুমতি ছাড়া প্রবেশ করার কারণে পানামার পতাকাবাহী জাহাজ 'এমটি ডলফিন'কে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে যাত্রা শুরু করে সোমবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করে।

চট্টগ্রাম বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, ২৩ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে জ্বালানি তেল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় জাহাজটি। তবে বন্দরের নির্ধারিত নিয়ম অনুসারে জলসীমায় প্রবেশের আগে কর্তৃপক্ষকে অবহিত করার কথা ছিল, যা করা হয়নি। তাই আজ জাহাজটিকে আটক করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

এমটি ডলফিন জাহাজটি ১৪৫.৫০ মিটার দীর্ঘ এবং ২৩ মিটার প্রস্থবিশিষ্ট। বর্তমানে এতে প্রায় ১১ হাজার ৬০০ টন জ্বালানি রয়েছে বলেও জানান তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে