ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ধর্ম নিয়ে কটূক্তিকে অপরাধ হিসেবে নেবে চবি; বিজ্ঞপ্তি জারি

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৯:২০:১৫
ধর্ম নিয়ে কটূক্তিকে অপরাধ হিসেবে নেবে চবি; বিজ্ঞপ্তি জারি

ডুয়া নিউজ: মাঝে মাঝে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীকে ধর্ম নিয়ে কটূক্তি করতে শোনা যায়। এবার ধর্ম নিয়ে কটূক্তিকে অপরাধ হিসেবে গণ্য করবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, প্রকাশ্যে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে চর্চাকৃত যেকোন ধর্মের ব্যাপারে কটূক্তিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।

এমতাবস্থায় ধর্ম অবমাননার সাথে জড়িত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের প্রচলিত একাডেমিক ও দেশের প্রচলিত ধর্ম অবমাননার আইনে শাস্তির আওতায় আনা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার অনুরোধও জানানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর