ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ঢাবি ছাত্র আবু বকরের হত্যা মামলা রিওপেনিং চায় বিপ্লবী ছাত্র পরিষদ

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৮:৫৭:৫৫
ঢাবি ছাত্র আবু বকরের হত্যা মামলা রিওপেনিং চায় বিপ্লবী ছাত্র পরিষদ

ডুয়া ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী ছাত্র শহিদ আবু বকর সিদ্দিকের হত্যার বিচার পুনরায় শুরুর দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। ২০১০ সালে শাহবাগ থানার তৎকালীন ওসি রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের গুলিতে নিহত হন আবু বকর।

মঙ্গলবার ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি দাবি করে, ‘স্ক্যাম’ বা জালিয়াতির মাধ্যমে হত্যাকাণ্ডের দায় এড়ানো হয়েছে। তারা অভিযোগ করে, চব্বিশের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ন্যায়বিচারের সম্ভাবনা তৈরি হলেও এখনো বিচার প্রক্রিয়া শুরু হয়নি।

সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ লিখিত বক্তব্যে হত্যার বিচার ও ক্ষতিপূরণ আদায়ে ৯ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে— আবু বকর হত্যা মামলা রিওপেনিং, শাহবাগ থানার তৎকালীন ওসি রেজাউল করিমসহ জড়িত পুলিশ সদস্যদের আসামি করা, হত্যার সুপ্রিম রেসপন্সিবল অথরিটি হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইজিপি নুর মোহাম্মদসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের বিচারের আওতায় আনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপউপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ও প্রক্টর ড. কে এম সাইফুল ইসলাম আবাসিক হলে পুলিশ প্রবেশ করিয়ে শহিদ আবু বকর সিদ্দিককে হত্যা ও অন্য ছাত্রদের নির্যাতনের পরিস্থিতি তৈরি করায় তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে।

২০১০ সালের ১ ফেব্রুয়ারি রাতে সংঘর্ষে লিপ্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদেরসহ বিগত ১৬ বছর নির্যাতন নিপীড়নে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের বিচারে কমিশন গঠন করতে হবে।

শহিদ আবু বকরকে স্মরণে স্যার এ এফ রহমান হলের সামনে স্মৃতি মিনার তৈরি করতে হবে। শহিদ আবু বকর সিদ্দিকের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতি পূরণ দিতে হবে; তার পরিবারের সদস্যদের সরকারি খরচে ভিআইপি মর্যাদায় হজ করাতে হবে। পরিবারের সদস্যদের আজীবন ফ্রি চিকিৎসা ও গণপরিবহণে চলাচলের বন্দোবস্ত করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান, সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, সহকারী সদস্য সচিব ডা. মাসুম বিল্লাহ ও সদস্য মামুনুর রশিদ, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ ও সদস্য সচিব মুহিব মুশফিক খান এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম প্রমুখ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে