ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

টিসিবির জন্য সাশ্রয়ী মূল্যে ১০ হাজার টন ডাল কিনবে সরকার

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৮:৫৪:১৭
টিসিবির জন্য সাশ্রয়ী মূল্যে ১০ হাজার টন ডাল কিনবে সরকার

ডুয়া নিউজ: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সাশ্রয়ী দামে মসুর ডাল বিক্রির জন্য ১০ হাজার মেট্রিক টন ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৯৭ কোটি ৯২ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম নির্ধারণ করা হয়েছে ৯৭ টাকা ৯২ পয়সা।

আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে ২০২৪-২৫ অর্থবছরের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এই ডাল বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়। সেখানে তিনটি দরপত্র জমা পড়ে এবং সবগুলোই কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য হয়। পরবর্তী প্রক্রিয়ায় টিইসির সুপারিশে নাবিল নবা ফুডস লিমিটেড সর্বনিম্ন দর দিয়ে এই ডাল সরবরাহ করবে।

২০২৪-২৫ অর্থবছরে মসুর ডাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৮৮ হাজার টন, যার মধ্যে ১ লাখ ২২ হাজার ৯৫০ টন ক্রয় চুক্তি হয়ে গেছে। এবার আরও ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন পাওয়া গেল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে