ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

হুমকি পেলেন নারী ফুটবলার; ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৮:২১:৩৪
হুমকি পেলেন নারী ফুটবলার; ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস

ডুয়া নিউজ: সম্প্রতি দেশের নারী ফুটবল ও ফুটবলারদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। দিনাজপুরে নারী ফুটবলারদের ম্যাচ পণ্ড করা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর কোচ পিটার বাটলারকে হটানোর দাবিতে নারী ফুটবলারদের আন্দোলন নিয়ে আলোচনা। এর মাঝেই ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন নারী ফুটবল দলের অন্যতম সদস্য মাতসুশিমা সুমাইয়া। ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন এই ফুটবলার।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ‍বিকেল সাড়ে তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে একটি পোস্ট দিয়েছেন সুমাইয়া। সেখানে তিনি লেখেন, ‘আমি আমার বাবা-মায়ের সঙ্গে ফুটবল খেলার জন্য রীতিমতো যুদ্ধ করেছি এই বিশ্বাসে যে দেশ আমার পাশে থাকবে। কিন্তু বাস্তবতা ভিন্ন।’

সুমাইয়া লেখেন, ‘কেউই একজন খেলোয়াড়ের মানসিক স্বাস্থ্যের কথা সত্যিই চিন্তা করে না। আমিসহ সতীর্থরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, সেই সম্পর্কে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম সক্ষমতা আমার আছে।’

এই ফুটবলার আরও লেখেন, ‘গত কয়েকদিন ধরে, আমি অসংখ্যবার মৃত্যু ও ধর্ষণের হুমকি পেয়েছি। কিছু কথা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে, যা আমি কখনও কল্পনাও করিনি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায় সুমাইয়ার পোস্ট। অনেকেই তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জানানোর কথা বলেছেন তারা।

তার ওই স্ট্যাটাসে একজন কমেন্টে করেন, 'শ্রদ্দেয় আপনি যা বলছে তা সত্যি হলে অবশ্যাই আইনের কাছে যান তারাই ব্যাবস্থা নিবে। কিন্তু আপনারা ৭ জন যা করছেন আর যা বলছে তা আমাদের হতাশ করেছে।'

আরেকজন লিখেছেন, 'আমাদের গৌরবকন‍্যা ভয় পেও না। এ সকল আঁধার কেটে যাবে। সাহসী হও, জয়ী হও।'

প্রসঙ্গত, কোচ বাটলারের দ্বিতীয় মেয়াদে না রাখা নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে চিঠি দিয়েছিলেন বাংলাদেশ নারী দলের ১৮ ফুটবলার। তাদের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে বাফুফে। পরবর্তীতে বিশেষ এই কমিটি গত ২ ফেব্রুয়ারি বয়কটের ডাক দেওয়া ফুটবলারদের মধ্যে সাবিনা-সুমাইয়াসহ ৭ জনের জবানবন্দি নিয়েছে। এর আগে বাফুফে সভাপতির কাছে পাঠানো লিখিত অভিযোগের সঙ্গে ইংরেজি চিঠি লিখেছিলেন জাপানিজ বংশোদ্ভুত ফুটবলার সুমাইয়া মাতসুসিমা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে