ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চায় ১৫৮ দেশ

২০২৪ ডিসেম্বর ১২ ১২:০৯:৪০
গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চায় ১৫৮ দেশ

ডুয়া নিউজ : গাজা উপত্যকায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি দাবি এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে সর্বসম্মতিক্রমে দুটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। প্রস্তাবে শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতিতে ১৯৩ সদস্যবিশিষ্ট পরিষদের মধ্যে ১৫৮টি সদস্য দেশ এই প্রস্তাবে পক্ষে এবং ৯টি দেশ বিপক্ষে ভোট দেয়। আর ভোটদানে বিরত ছিল ১৩টি দেশ।

বার্তা সংস্থা আল জাজিরার খবরে বলা হয়েছে, নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার (১১ ডিসেম্বর) প্রস্তাব দুটির ওপর ভোটগ্রহণ হয়।

ইউএনআরডব্লিউএ-এর প্রতি সমর্থন প্রকাশ করে এবং ইসরায়েলে জাতিসংঘের সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করবে এমন একটি নতুন ইসরায়েলি আইনের নিন্দা জানানোর দ্বিতীয় প্রস্তাবটির পক্ষে ১৫৯টি, বিপক্ষে ৯টি ভোট পড়ে। ১১ সদস্য ভোটে বিরত ছিল।

সপ্তাহ তিনেক আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একই ধরনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের ভেটোয় বাতিল হয়ে গিয়েছিল। সাধারণ পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলেও নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের মতো এই সিদ্ধান্ত বাস্তবায়নেরও কোনো বাধ্যবাধকতা নেই।

এর আগে গত বছরের ডিসেম্বরেও জাতিসংঘের সাধারণ পরিষদে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়েছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে